Monday, April 17, 2023

Bhute Boro Bhoy Pai.jpg

Bhute Boro Bhoy Pai.jpg

তারা আসে, কখনও কাক ডাকা নির্জন ভরদুপুরে, কখনোবা কুয়াশা মাখা শীতের রাতে। এমনকি কখনও তারা ভিড়ের মধ্যেও হানা দেয়। তারা যে অশরীরী, তাই ইচ্ছামতো শরীর ধারণ করতে পারে। আবার কখনও অদৃশ্য হয়ে যায়। আলো ঝলমলে কর্পোরেট হাউস থেকে পুরোনো বাড়ির চিলেকোঠায় অথবা নির্জন পুকুরপাড় সর্বত্রই তাদের উপস্থিতি। যে উপস্থিতি আমাদের মনে ভয় জাগায়, শিহরিত করে।
তেমনই নয়টি ভৌতিক গল্প ও দুটি উপন্যাসিকা নিয়ে এই বই।

No comments:

Post a Comment