Thursday, March 9, 2023

Aha! Ki Anando | Online Bengali Book Store

Aha! Ki Anando.jpg

‘চন্দন বনে থাকতে থাকতে এঁদো কাঠেও চন্দনের গন্ধ বেরোয়…’
তা সেই গন্ধ যদি এমন সুবাস ছড়ায়, মন বলে ওঠে, আহা কী আনন্দ!

চুমকি চট্টোপাধ্যায় আবারও হাজির হয়েছেন একঝুড়ি গল্প নিয়ে। এক খুদে পাঠকের আর্জিতেই নড়েচড়ে বসেছেন লেখিকা। ছোটদের জন্য লিখতে তিনি বড্ড ভালোবাসেন।

গুরগুরি কি অ্যাডভেঞ্চার করল? নারকোলার প্রিয় খাবার কী? রক্ত, না নারকোলের দুধ? বোবেদার মা দুর্গা কী বার্তা দিল? সব কিছুর উত্তর আছে এই দুই মলাটের ভেতর।

ও হ্যাঁ, আর একটা কথা, অভিরাম আর চরকির বুদ্ধির তারিফ কিন্তু তোমাদের করতেই হবে! তাহলে আর দেরি কীসের? হাতে পেয়েই শেষ করে ফেলো দেখি! দেখবে কেমন অনাবিল আনন্দ মেলে, রসে টইটম্বুর রসগোল্লার মতো খাঁটি।


No comments:

Post a Comment