Sunday, April 16, 2023

Fire Dekha | Buy Bengali Books Online

Fire Dekha.jpg

সমরেশ বসুর কালজয়ী সৃষ্টি ‘দেখি নাই ফিরে’। যে উপন্যাসে শিল্পী রামকিঙ্কর বেজ-এর বহুবর্ণ জীবন ও সাধনাকে তিনি চিত্রিত করেছেন নিজস্ব ভাষা, সংলাপ ও বর্ণনায়। সমরেশের আকস্মিক প্রয়াণের পরে, ‘দেখি নাই ফিরে রামকিঙ্করের বহুবর্ণ জীবনকাহিনিরও যেন হঠাৎ সমাপ্তি। দু’জনের যুগলবন্দিতে সেই কীর্তি হয়ে উঠেছিল বিংশ শতাব্দীর শেষদিকের উল্লেখযোগ্য সাংস্কৃতিক বিষয়। এই গ্রন্থ সমরেশ বসুর প্রয়াণের পয়ত্রিশ বছর পরে নবকুমার বসুর ব্যতিক্রমী স্মৃতিতর্পণ তথা আলেখ্য, যা একইসঙ্গে কিংবদন্তি লেখকের শেষজীবন ও তাঁর শেষ না হওয়া উপন্যাস ‘দেখি নাই ফিরে-র নিবিড় প্রস্তুতি নিষ্ঠা আর অক্লান্ত শ্রমের দিগন্তকে উম্মোচিত করেছে। সেই অসামান্য কীর্তির অনেক অজানা, আর জানা ঘটনা, প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ, সমরেশের ব্যক্তি জীবনের বিবিধ সময় উঠে এসেছে এই রচনায় । যা চিত্তাকর্ষক, গুরুত্বপূর্ণ, কখনও মজার কিংবা বেদনারও হয়তো। নানা টানাপোড়েন, নির্মাণ, न বিষয় বিষয়ীর কথাও। এই অতীতচারণে পাঠক খুঁজে পাবেন দুই শিল্পীর অপরূপ ছবি। অতুলনীয় এক জীবনশিল্পের অন্যরমহল.

No comments:

Post a Comment