Sunday, January 15, 2023

APARTHIB | Online Bengali Book Store

APARTHIB.jpg

রাত্রিবেলা হঠাৎ ঘুম ভেঙে, ঘরের একটি অন্ধকার কোণের দিকে চোখ যেতে কখনো অকারণেই গা শিরশির করে উঠেছে? আপনারই পরিচিত ঘর, তবুও কিছু বিশেষ পরিস্থিতিতে চেনা জগৎটাই হয়ে যেতে পারে অচেনা। অনেকে বলে অজানার ভয়ই মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
কিন্তু অজানার ভয়ের চেয়েও ভীতিকর কী? যখন আপনার চেনা জগৎটাই হয়ে ওঠে অজানা। পার্থিব এই জগতেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে মাঝে মাঝে হস্তক্ষেপ করে কিছু ব্যাখ্যাতীত… কিছু অপার্থিব।
সেই রকম ১৭-টি ছোটো-বড়ো অপার্থিবের কাহিনি নিয়ে এই সংকলন।

No comments:

Post a Comment