Monday, January 30, 2023

Buy Bengali Books Online | Goyenda Nishith Roy Samagra | Online Bengali Book Store

Boimela

শিল্পী তুষার চ্যাটার্জ্জী সৃষ্ট বাংলা কমিক্‌সের প্রথম গোয়েন্দা চরিত্র নিশীথ রায়। পরনে কালো প্যান্ট, কালো জামা, কোমরে পিস্তল, সুদর্শন এক পুরুষ। প্রথম আত্মপ্রকাশ ১৯৬৩ (১৩৭০ মাথ) ‘শুকতারা’ পত্রিকায়। লস আটলান্টিস থেকে চম্বল, জল, স্থল, আকাশ, সর্বত্র বিচরণ তার। সহকারী তরুণ সেন। তরুণ আবার সবসময় সাদা প্যান্ট ও শার্ট পরে থাকেন, তাই তাদের জুটি ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নামে পরিচিত। নিশীথ রায়ের বন্ধু দিব্যেন্দু বোস সি আই. ডি-তে কর্মরত। তা ছাড়া আত্মীয় ও বন্ধুদের মধ্যে রয়েছে মাসতুতো বোন মীনা ও এক পাগলা শখের গোয়েদা খুড়ো। মীনা চম্বলের বিখ্যাত এক ধনী কন্যা। একাধিকবার চল অভিযানে যেতে দেখা গিয়েছে নিশীথ রায়কে |

নিশীথের শত্রুর সংখ্যা নেহাত কম নয়। ব্ল্যাক প্যান্থারের মতো ভয়ানক শত্রু খুব কম দেখা যায়। প্রথম সংঘাতে ব্ল্যাক প্যান্থার তার বাঁ-হাতের দু-টি আঙুল হারিয়েছিল। দ্বিতীয় সাক্ষাতে মার্জিলিং-এর দুই বিখ্যাত ধনী পঙ্কজবাবু ও নরেনবাবুর ছেলে রঞ্জন ও মেয়ে রত্নাকে ব্ল্যাক প্যান্থার অপহরণ করে এবং শেষে নিশীথ রায়ের বাহাদুরিতে তারা মুক্ত হয়। এ ছাড়া হাজীর মতো প্রেতাত্মা বিশারদের সঙ্গে নিশীথের মুখোমুখি সংঘাত হয়েছিল। হাজী

মিডিয়ামের মাধ্যমে এক ভয়ংকর বিদেহী আত্মাকে নিশীথের বিরুদ্ধে পাঠালেও বৃদ্ধি ও

সাহস নিয়ে সে বেঁচে যায়।

ভিয়েনা থেকে পড়াশুনা করা শিক্ষিত যুবক নিশীথ দু-দু-বার লস আটলান্টিস থেকে আগত বিজ্ঞানে অনেক উন্নত মানুষদের সাথেও তার লড়াই চালিয়েছিল।

No comments:

Post a Comment