Saturday, February 25, 2023

ANANDA SHATAK | Online Bengali Book Store

ANANDA SHATAK.jpg

আমাদের পত্রিকা পাঠকসমাজের বিপুল প্রীতি ও সমর্থন অর্জন করিতে সক্ষম হইয়াছে। কিন্তু আমাদের ইচ্ছা ও আশা এই গর্ববোধে অভিভূত নহে। আমি বর্তমান ও ভবিষ্যতের জন্য পত্রিকার শক্তি ও প্রতিভাকে আরও বিচিত্র এবং নূতনতর উজ্জ্বলতায় দীপ্ত করিবার আশা ও সঙ্কল্প পোষণ করি।” আনন্দবাজার পত্রিকার পঞ্চাশ বছর পূর্তিতে লিখেছিলেন শ্রীঅশোককুমার সরকার (১০ চৈত্র, ১৩৭৮ বঙ্গাব্দ)। তার পর আরও পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়েছে। এই পত্রিকার শতবর্ষ পূর্তিতে এই একই সঙ্কল্প আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি। এবং স্মরণ করি পাঠকসমাজের অনাবিল ভালবাসার পরম সম্পদকে, যা এক শতাব্দী ধরে এই পত্রিকার প্রথম এবং প্রধান পাথেয়। সংবাদপত্র সমাজের দর্পণ, আবার তার পর্যবেক্ষকও। সমাজের সঙ্গে তার নিরন্তর আদানপ্রদান,




কথোপকথন, টানাপড়েন।

আনন্দবাজার পত্রিকা গত একশো

No comments:

Post a Comment