Friday, February 24, 2023

স্বাধীনতা রুদ্ধশ্বাস এক বছর | Buy Bengali Books Online

স্বাধীনতা রুদ্ধশ্বাস এক বছর.jpg

তাহলে শেষ পর্যন্ত কবে ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করে ব্রিটিশ চলে যাবে এই দেশ ছেড়ে? কী ঠিক হল? ১৯৪৭ সালের ৪ জুন দিল্লিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন শুনে শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন, ১৫ আগস্টের মধ্যেই!

তার মানে? আর মাত্র দশ সপ্তাহ? অথচ ফেব্রুয়ারি মাসে লন্ডন থেকে ঘোষণা করা হয়েছিল, ভারতীয় রাজনৈতিক দলগুলিকে নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের হাতে শাসন ক্ষমতা দিয়ে ব্রিটিশ সরকার বিদায় নেবে ১৯৪৮ সালের জুন মাসে।

সেই সময়সীমা হঠাৎ কমিয়ে আনা হল কেন? কীসের এত তাড়াহুড়ো? এই স্বল্প সময়ের মধ্যে এত বড় একটি রাষ্ট্রের বিভাজন ঘটিয়ে দেশভাগ করা সম্ভব? দেশভাগ কি করতেই হতো? ১৯৪৭ সালের ১৫ আগস্টে পা দেওয়ার আগে, এক বছরের ঘটনাগুলি যেন ছিল মহাকাব্যের শেষ অধ্যায়ের টানটান চিত্রনাট্য।

১৯৪৬ থেকে ১৯৪৭। স্বাধীনতা প্রাপ্তির ঠিক এক বছরে নয়া ভারত নির্মাণের শ্বাসরুদ্ধকর কাহিনি নিয়ে এই গ্ৰন্থ।

No comments:

Post a Comment