Thursday, February 9, 2023

Messianar Jyotsnarat | Buy Bengali Books Online

Messianar Jyotsnarat.jpg

গৌতম ভট্টাচার্য তাঁর সাংবাদিক জীবনের ৪০ বছর পূর্ণ করলেন। ম্যারাথন সেই পথ চলার মধ্যে রয়েছে বিভিন্ন ফর্ম্যাটে অবিরাম ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ। কখনো তিনি কাগজের ক্রীড়া অধিকর্তা । কখনো একইসঙ্গে বিনোদন বিভাগের সম্পাদক। কখনো বিশ্বজোড়া অনুসন্ধিৎসু সাংবাদিক। কখনো টিভি চ্যানেল এডিটর। কখনো ওটিটি হোস্ট। কখনো বুম হাতে ডিজিটাল সাংবাদিক। কখনো টক শো হোস্ট । কখনো ক্রিকেট ধারাভাষ্যকার। কখনো দেশবিদেশে অ্যাঙ্কর। আর এসবের মধ্যে টানা তিন ফুটবল বিশ্বকাপের অনুসন্ধিৎসু পর্যটক।

No comments:

Post a Comment