রুপসা রসায়নে গবেষণা করতে আসে বিবেকানন্দ রিসার্চ ইন্সটিটিউটে। হঠাৎ করেই তার গাইড অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দেখতে আসেন তাঁর প্রাক্তন স্কলার অনুরিনা। অনুরিনার সঙ্গে তার গাইডের কী সম্পর্ক, শুধুই কি তাঁরা স্কলার-গাইড নাকি আরও বেশি কিছু! রুপসা কি শেষ পর্যন্ত গবেষণা শেষ করতে পারবে নাকি মাঝ পথে ছেড়ে দেবে? সব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে অনুরণনে।
No comments:
Post a Comment