Saturday, March 11, 2023

অপরূপা (উপন্যাস) | Online Bengali Book Store

অপরূপা (উপন্যাস).jpg

মাত্র সাত বছরের একটা শিশু অপরূপা। হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে জাতিস্মর। সাইকোলজিস্টের বুদ্ধিদীপ্ত প্রচেষ্টায় সে একসময় বুঝতে পারে সে জাতিস্মর। পরবর্তীতে শিকড়ের টানে পূর্বজন্মের স্থানে যাওয়া, অজান্তেই মাওবাদী কার্যকলাপে জড়িয়ে পড়া ও কুখ্যাত মাওবাদী নেত্রী হয়ে ওঠা থেকে মেধাবী মেয়েটার সমাজের মূলস্রোতে ফিরে আসা ও গল্পের গতিপ্রকৃতির ঘনঘন পরিবর্তনের রোমহর্ষক কাহিনি। অপরূপার জীবনের অন্তিম পরিণতি কী জানতে হলে পড়তে হবে অপরূপা।

No comments:

Post a Comment