Tuesday, March 7, 2023

LADY MACHBETH | Online Bengali Book Store

LADY MACHBETH.jpg

অভিজাত ঘরের দাম্পত্যজীবনের খুঁটিনাটি অনেকটাই জানা হয়ে গেছে দেশি-বিদেশি গল্প-উপন্যাসের মাধ্যমে, কিন্তু কোনও আমলা- দম্পতির দাম্পত্যজীবন ঠিক কেমন হয় তা সবার কাছে পৌঁছয় না। সেই হাই-ভোল্টেজ দম্পতির মধ্যে একজন যদি প্রবল ডমিনেটিং হয়, সেই সম্পর্কই বা কোন পর্যায়ে উপনীত হয় এই দাম্পত্যকলহ শেষপর্যন্ত পৌঁছয় দেশের সর্বোচ্চ আদালতে। নির্ণীত হয় ডোমেস্টিক ভায়োলেন্সের নতুন সংজ্ঞা। নতুন করে প্রতিভাত হয় মেন্টাল টর্চারের এক সম্পূর্ণ অন্য দিক। এই অ-প্রেমের পাশাপাশি লেডি ম্যাকবেথ’ উপন্যাসে একই সঙ্গে লেখা হল দুই নারীর মধ্যে এক আশ্চর্য প্রেমের সম্পর্ক।

No comments:

Post a Comment