বিয়ের পর নিউ ইয়র্কে সদ্য এসেছে রাতুলা। জেট ল্যাগের ধাক্কায় রাত জেগে বসে থাকে জানলার কাছে। তেমনি এক রাতে, হঠাৎ ও দেখে ফেলল একটি হত্যা। সেই থেকে পালটে গেল রাতুলার জীবন— দ্রুত ঘটে চলল নানান বিস্ময়কর ঘটনা। কে প্রিয়, কে শত্রু, কে শুভাকাঙ্ক্ষী, কে ওর ক্ষতি করতে চলছে, সব তালগোল পাকিয়ে গেল। যে ভয়াবহ ষড়যন্ত্রের জাল নিউ ইয়র্ক-নিউ জার্সির বাঙালি অভিবাসী সমাজকে ঘিরে ফেলেছে, তার মধ্যে কি রাতুলার স্বামী, সমীরণও শামিল? সমীরণ কি রাতুলাকে জীবন থেকে সরিয়ে দিতে চায়? বিভিন্ন ঘাত-প্রতিঘাত, দ্বন্দ্বের মধ্যে রাতুলার নিরাপত্তা কি ছিন্নভিন্ন হয়ে যাবে?
No comments:
Post a Comment