Monday, March 27, 2023

Rabindra Ganer Antarale | Online Bengali Book Store

Rabindra Ganer Antarale.jpg

রবীন্দ্রনাথের গান আপামর বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই গান শুনতে শুনতে কখনও কখনও আমাদের মনে প্রশ্ন জাগে, কবি গানটি কবে কোথায় লিখেছিলেন, রচনার পিছনে কি কোনো বিশেষ কারণ ছিল, কোনো ঘটনার অভিঘাত কি কবিমনকে অলোড়িত করেছিল? অর্থাৎ গানের প্রেক্ষাপট বা রচনার ইতিহাসটি জানতে আমরা অনেকেই উদগ্রীব হয়ে থাকি। রবীন্দ্রগানের অন্তরালে বইটিতে এমনই ২০৫টি গান সৃষ্টির পিছনের কাহিনীর উল্লেখ রয়েছে। বইয়ের পাতা থেকে পাঠকের স্মার্টফোনের মাধ্যমে সরাসরি গান শুনে নেওয়া ‘রবীন্দ্রগানের অন্তরালে’ বইটির অভিনব বৈশিষ্ট্য। ৬৯ জন বিশিষ্ট শিল্পীর কণ্ঠে ২৫২০টি রবীন্দ্রসংগীত এবং কিছু আবৃত্তি সংকলিত হয়েছে এই বইটিতে। এই বইয়ের প্রতিটি লেখার শেষে আলোচ্য গানটি শোনবার জন্য এক বা একাধিক QR Code সংযোজিত রয়েছে। কোডের মধ্যেই দেখা যাবে গানের প্রথম লাইন, শিল্পীর নাম এবং ছবি। আপনার ফোনের QR Code স্ক্যানারটি চালু করে, ফোনটি বইয়ের পাতার উপরে ধরনেই, মুহূর্তের মধ্যে গানটি বাজতে শুরু করবে। উপভোগ করুন গান শোনবার একটি অভিনব উপায় ।

No comments:

Post a Comment