Saturday, March 18, 2023

Ja Dekhi Ja Shuni Eka Eka Katha Boli.jpg

Ja Dekhi Ja Shuni Eka Eka Katha Boli.jpg

বাংলা সাহিত্যের দিকপাল কবি-সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় পাঠকের ভালবাসায় প্রথম সারিতে। জীবনের শেষ পর্বে আনন্দবাজার পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন ‘যা দেখি, যা শুনি, একা একা কথা বলি’। চারপাশের জগত্ ও জীবনের নানা দৃশ্য, ঘটনা, মানুষ, অভিজ্ঞতা তাঁর খোলা চোখের সামনে নিজেদের যেমনটি মেলে ধরেছে, তেমনটিই যেন উঠে এসেছে এইসব সরস রচনায়। নাটক নিয়ে অনেকগুলো লেখা লিখেছিলেন এখানেই। বাংলা ভাষার প্রতি পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের অবহেলা তাঁকে ব্যথিত করত কেবলই, তার প্রকাশও এখানে। রূঢ়ভাষী ছিলেন না সুনীল কখনও, কিন্তু নরম গলায় দৃঢ় মত প্রকাশে তিনি ছিলেন সিদ্ধহস্ত। মুক্তচিন্তার সেইসব রচনার অনুপম সংকলন ‘যা দেখি, যা শুনি, একা একা কথা বলি’।

No comments:

Post a Comment