সোহাগ, শ্রেষ্ঠা, আয়াত, নিখি
আর মেহুলি – সমাজের সম্পূর্ণ ভিন্ন কয়েকটি স্তর থেকে আসা পাঁচটি অচেনা মেয়ে! কেমন করে তারা বেরিয়ে পড়বে একটি অভিযানে, ‘পথে পুরুষ বিবর্জিত’ উপন্যাসিকাটি এই অভিযানের গল্পই বলবে। তাদের চাওয়া-পাওয়া,
প্রেম-বিরহ, আনন্দ-বেদনা, জয়-পরাজয় সবটা নিয়েই এই কাহিনি। কেমন করে বন্ধু হবে তারা? রাধিকার পরিচয় কী? ইন্দ্রদীপ সেনগুপ্ত কে?
কোথায় সুখী গ্রাম? এই সব উত্তর রইল উপন্যাসিকার
শব্দগুলির আড়ালে। সেই সঙ্গে রইল আরো কিছু গল্প। এই যে
শব্দে ঘেরা দীর্ঘপথ তা বিশেষভাবে কিছু মেয়ের। চলার পথের সব আবেগ ও আহ্লাদ তাদের জনাই রইল।। এই পথ চলার গল্প বিবর্জিত হলেও পাঠক হিসেবে প্রত্যেককে স্বাগতম।
No comments:
Post a Comment